প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বসুন্ধরা কিংস। ম্যাচ জয়ে একটি গোল করেছেন মিগেল ফিগেইরা এবং অন্যটি আত্মঘাতী।
শুক্রবার রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ফর্টিস এফসিকে ২-০ গোলে হারিয়েছে অস্কার ব্রুজোনের দল।
এর আগে প্রথম ম্যাচে আজমপুরকে ৩-০ গোলে হারিয়ে লিগ শুরু করেছিল হ্যাটট্রিক চ্যাম্পিয়নরা।
আজ দ্বিতীয় ম্যাচেও রোবিনহো-মিগেলরা আধিপত্য ধরে রেখে খেলেন। তবে এ ম্যাচে প্রথম গোল পেতে অপেক্ষা করতে হয়েছে প্রথমার্ধের শেষ মুহূর্ত পর্যন্ত।
প্রথমার্ধের যোগ করা দ্বিতীয় মিনিটে বসুন্ধরা কিংস শিবিরে স্বস্তি ফেরান মিগেল ফিগেইরা। রবসন রোবিনহোর কাটব্যাকে বক্সের উপর থেকে বাম পায়ের মাপা শটে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার।
৫১ মিনিটে আত্মঘাতী গোলে ব্যবধান বাড়ে কিংসের। রাকিব হোসেনের ক্রস ফেরাতে গিয়ে নিজেদের জালেই পাঠান আরিফুল ইসলাম। বাকি সময়ে কোনো দলই পারেনি আর গোল করতে। তাতে দারুণ জয় নিয়েই ফিরেছে বসুন্ধরা কিংস।
বিডি-প্রতিদিন/বাজিত