ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে প্রথম দফায় ডাক না পেলেও দ্বিতীয় দফায় দল পেয়েছেন টাইগার ওপেনার লিটন দাস। দ্বিতীয় দফার ডাকে বাংলাদেশের এই ওপেনারকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স।
শুক্রবার কোচিতে অনুষ্ঠিত আইপিএলের নিলামে লিটন দাসকে ভিত্তিমূল্য ৫০ লাখ রুপিতেই দলে নিয়েছে কলকাতা।
বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে কলকাতার হয়ে খেলবেন লিটন। এর আগে কলকাতার হয়ে খেলেছেন সাকিব আল হাসান ও সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। কলকাতার হয়ে মাশরাফি খেলেছেন ২০০৯ সালে।
এবারের আসরে প্রাথমিক তালিকায় ৯৯১ জন ক্রিকেটারের নাম থাকলেও চূড়ান্ত নিলামে তোলা হয়েছে ৪০৫ জনকে। এর মধ্যে দল পাবেন সর্বোচ্চ ৮৭ জন ক্রিকেটার।
বিডি-প্রতিদিন/বাজিত