টেস্ট ক্রিকেটে বল হাতে বরাবরই ভয়ঙ্কর মেহেদি হাসান মিরাজ। এবার দুর্দান্ত টেস্ট ক্যারিয়ারে আরেকটি মাইলফলক ছুঁলেন তিনি। এই ফরম্যাটে নবমবারের মতো নিলেন ফাইফার (৫ বা তার বেশি উইকেট)।
ঢাকা টেস্টে ভারতের চেতেশ্বর পূজারা, শুভমান গিল, বিরাট কোহলি, রিশাভ পান্ত আর অক্ষর প্যাটেলকে আউট করে ফাইফার পূর্ণ করেছেন মিরাজ।
২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে অভিষেক হয় মিরাজের। অভিষেকে প্রথম ইনিংসেই নিয়েছিলেন ৬ উইকেট। পরের টেস্টে ৬টি করে ১২ উইকেট নিয়ে ম্যাচসেরার সঙ্গে সিরিজসেরার পুরস্কারও জেতেন মিরাজ। ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের কারিগর ছিলেন তিনি। আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই অফস্পিনারকে।
আজকের আগে ক্যারিয়ারে ৫ বা তার বেশি উইকেট নিয়েছিলেন ৮ বার। সেরা বোলিং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ২০১৮ সালে মিরপুরে ৫৮ রানে ৭ উইকেট নিয়েছিলেন মিরাজ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ