শহীদ আফ্রিদির নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন নির্বাচন কমিটি নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের টেস্ট দলে তিনজনকে যুক্ত করলো। সোমবার শুরু হচ্ছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এই তিনজনের অন্তর্ভুক্তির সঙ্গে দ্বিতীয় টেস্ট মুলতান থেকে করাচিতে সরিয়ে নেওয়া হয়েছে।
তিনদিন আগে ১৬ জনের স্কোয়াড ঘোষণা করেছিল বিলুপ্ত নির্বাচন কমিটি। তাদের সঙ্গে যোগ করা হয়েছে ফাস্ট বোলার সাজিদ খান, শাহনওয়াজ দাহানি ও ডানহাতি অফস্পিনার মির হামজাকে।
নির্বাচক কমিটির প্রধান আফ্রিদি টেস্ট জয়ে ২০ উইকেট নেওয়াকে গুরুত্ব দিয়ে তিন বোলারকে যুক্ত করার কথা বলেছেন। এদের মধ্যে সাজিদই সবচেয়ে অভিজ্ঞ। সাত টেস্ট খেলে নিয়েছেন ২২ উইকেট। হামজা সুযোগ পাচ্ছেন তার ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলার। ২০১৮ সালের অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেকের পর থেকে আর সাদা পোশাক পরেননি তিনি। দাহানি পাকিস্তানের জার্সিতে সাদা বলের ক্রিকেট খেললেও লাল বলে দেখা যায়নি তাকে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ