পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ব্যবস্থাপনার দায়িত্বে পরিবর্তন আসার পর এবার চাকরি হারাচ্ছেন দলটির অন্তর্বর্তীকালীন কোচ সাকলাইন মুশতাক। পাকিস্তানের সাবেক এই অফ স্পিনারের জায়গায় প্রধান কোচ হয়ে ফিরতে যাচ্ছেন মিকি আর্থার।
সোমবার এমন খবর জানিয়েছে দেশটির গণমাধ্যম জিও নিউজ।
প্রতিবেদন অনুযায়ী, পিসিবির প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন আর্থারও। গুঞ্জন আছে, পাকিস্তান সুপার লিগের আগেই আসবেন তিনি।
এর আগে ২০১৬ সালের মাঝামাঝি সময়ে পাকিস্তানের কোচ হিসেবে নিয়োগ মিকি আর্থার। তার অধীনে টি-টোয়েন্টি র্যাংকিংয়ে শীর্ষস্থান দখল করে সরফরাজ আহমেদের নেতৃত্বাধীন দলটি।
পাকিস্তানের কোচ হিসেবে মিকি আর্থারের সবচেয়ে বড় সাফল্য ২০১৭ সালের জুনে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়। কিন্তু ২০১৯ সালের বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে অধিনায়ক সরফরাজ আহমেদকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার দুই দিনের ব্যবধানে কোচ মিকি আর্থারকেও ছাঁটাই করেন পিসিবির চেয়ারম্যান এহসান মানি।
বিডি-প্রতিদিন/বাজিত