কাতার বিশ্বকাপের গোড়ার দিকেই ইংলিশ ক্লাব ম্যানচেস্টারের সাথে কোনো মতে ঝুলে থাকা সুতোটাও কেটে দেন পর্তুগিজ ফুটবলের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এরপর থেকেই গুঞ্জন চলছে পরবর্তীতে কোন বন্দরে তরী ভেড়াচ্ছেন এই ফুটবল নাবিক।
বিশ্বকাপ থেকেই শোনা যাচ্ছিল সৌদি ক্লাব আল নাসের তার জন্য মোটা অঙ্কের অর্থ নিয়ে বসে আছে। যদিও সে বিষয়ে এখনও রোনালদো নিজে মুখ খোলেননি।
তবে আবারও ইউরোপীয় গণমাধ্যমের খবর আল নাসেরেই তরী ভেড়াচ্ছেন রোনালদো। বর্তমানে আছেন স্বাস্থ্য পরীক্ষার অপেক্ষায়। চুক্তির নানা হিসেব-নিকেশ নাকি এরইমধ্যে মিলিয়ে ফেলেছে আল নাসের ও রোনালদো।
রোনালদো কোথায় থাকবেন সেই জায়গাও নাকি ঠিক করে রেখেছে সৌদি ক্লাবটি। স্বাস্থ্য পরীক্ষার পর জানুয়ারিরতেই নাকি চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
যদিও সবই এখন পর্যন্ত শোনা কথার মতোই। কারণ, রোনালদো কিংবা আল নাসের কারও পক্ষ থেকে ডিসেম্বরের শেষ সময়েও এ বিষয়ে আসেনি আনুষ্ঠানিক ঘোষণা।
সিবিএস নিউজের খবর বলছে, আল নাসের বছরে রোনালদো পাবেন ৭৫ মিলিয়ন ডলার। এছাড়াও প্রতি সপ্তাহে ক্লাবটিতে আরও ১ মিলিয়ন ডলারের বেশি পাবেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
সূত্র: সিবিএস
বিডি প্রতিদিন/নাজমুল