বিশ্বকাপ শেষ করে এরইমধ্যে নিজের ক্লাব পিএসজিতে ফিরেছেন সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জয় করা কিলিয়ান এমবাপ্পে। কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়া নেইমারকেও পিএসজির অনুশীলনে দেখা গেছে। এবার তিন তারকার দলে বাকি আছেন কেবল লিওনেল মেসি।
বিশ্বকাপ জয়ী মেসি এখনো আছেন ছুটির আমেজে। তার নিজ ক্লাবে যোগ দিতে আরও কিছুদিন লেগে যাবে।
পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের জানালেন মেসি কবে ফিরতে পারেন ক্লাবে। তিনি বলেছেন, ‘তাকে বিশ্বকাপ জয় উদযাপনের জন্য আর্জেন্টিনায় ফিরতে হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, ১ জানুয়ারি পর্যন্ত ছুটিতে থাকবে সে।’ ‘এরপর সে ফিরে আমাদের সঙ্গে যোগ দেবে, ২ বা ৩ জানুয়ারিতে। আমাদের সঙ্গে মাঠের লড়াইয়ে নামতে তাকে ১৩-১৪ দিনের রিকভারি সেশন পার করতে হবে।’
আগামী ৬ জানুয়ারি শাতোহুর বিপক্ষে ও লিগ ওয়ানে ১১ জানুয়ারি অঁজির বিপক্ষে খেলবে প্যারিসের দলটি। কোচের কথা অনুযায়ী রিকভারির সময় প্রায় দুই সপ্তাহ হওয়ায় এই দুই ম্যাচেও তাকে না পাওয়ার শঙ্কা রয়েছে।
লিগ টেবিলে ১৫ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। সমান ম্যাচ খেলে ৩৬ পয়েন্ট নিয়ে দুইয়ে লঁস।
বিডি প্রতিদিন/নাজমুল