৭ জানুয়ারি, ২০২৩ ১০:৪৭

মেসি-নেইমার-এমবাপ্পে নেই, কষ্টে জিতল পিএসজি

অনলাইন ডেস্ক

মেসি-নেইমার-এমবাপ্পে নেই, কষ্টে জিতল পিএসজি

ছিলেন না দলের তিন তারকা স্টাইকার লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও নেইমার জুনিয়র। তাদের ছাড়া ফ্রেঞ্চ কাপে খেলতে নেমে রীতিমতো হিমশিম খেতে হয়েছে ফরাসি জায়ান্ট পিএসজিকে।

ফ্রেঞ্চ লিগের তৃতীয় সারির দল শাতোরুর দাপুটে খেলায় জয় পেতে পিএসজিকে রীতিমতো ঘাম ঝরাতে হয়েছে। যদিও শেষ পর্যন্ত শেষ দিকের গোলে ৩-১ গোলে জয় পেয়েছে ক্রিস্তফর গালতিয়েরের দল।

শেষ পর্যন্ত রাউন্ড অব-৩২ এর টিকেট পেয়েছে পিএসজি।

শাতোরুর মাঠে তারুণ্যনির্ভর দল খেলানোর সিদ্ধান্ত নিয়ে পিএসজি কোচকে বেশ ভুগতে হয়েছে। লম্বা ছুটি কাটিয়ে প্যারিসে ফেরা মেসিকে আরেকটু সময় দেওয়া এবং নেইমারকে শতভাগ ফিট হয়ে ওঠার সুযোগ দিতে এই ম্যাচের তাদের দলে রাখা হয়নি।

আর বিশ্বকাপ থেকে ফিরে তিন দিন পরই ক্লাবে যোগ দেওয়া এমবাপ্পেকেও দিয়েছেন ছুটি দেওয়া হয়েছিল।


বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর