রাত নামলেই অ্যানফিল্ডে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও লিভারপুল; চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে। গতবারও দেখা হয়েছিল তাদের; ফাইনাল ম্যাচে।
সেবার ইংলিশ ক্লাবটিকে হারিয়ে শিরোপা উৎসব করেছিল রিয়াল। বেদনাদায়ক সেই ম্যাচটির কথা মনে রাখতে চান না অল রেডসদের কোচ ইয়ুর্গেন ক্লপ।
গত আসরের বেদনাদায়ক ফাইনালের কথা টেনে তিনি বলেন, ‘রিয়াল মাদ্রিদের বিপক্ষে আমাদের বিভিন্ন ঘটনা ঘটেছে। বিশ্বের বড় ক্লাবগুলোর একটি তারা, অনেক অভিজ্ঞ।’
‘আমাদের নিজেদের গল্প হলো, আমরা প্যারিসে (গত বছর) ফাইনাল খেলেছিলাম। এই সপ্তাহান্তের আগ পর্যন্ত ম্যাচটি আর দেখিনি। এখন আবার কেন দেখিনি সেটা জানি, কারণ ম্যাচটি দেখা সত্যিকারের যন্ত্রণাদায়ক ব্যাপার ছিল।’
চলতি মৌসুমের শুরুটা ভালো না কাটলেও পরে ঘুরে দাঁড়িয়েছে রিয়াল। লিগ টেবিলের দুইয়ে থাকা এই দলটি ছুটছে চ্যাম্পিয়ন্স লিগেও। অপরদিকে লিভারপুল ধুঁকছে ভালোভাবেই। লিগ টেবিলের আটে থাকা ক্লাবটি শীর্ষ দল থেকে পিছিয়ে আছে ১৯ পয়েন্টে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ