অবসর ভেঙে আবারও টেস্ট ক্রিকেটে ফিরলেন মঈন আলী। ইংলিশ এই ক্রিকেটার খেলবেন এবারের অ্যাশেজে।
জ্যাক লিচের চোটে কারণে ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট মঈন আলীকে টেস্টে ফেরানোর চেষ্টা করে। সেই ডাকে সাড়া দিয়েছেন মঈন।
৩৫ বছর বয়সী এ স্পিন অলরাউন্ডার আছেন ইংল্যান্ডের অ্যাশেজের প্রথম দুই ম্যাচের জন্য ঘোষণা করা দলে।
২০২১ সালের সেপ্টেম্বরে সাদা পোশাকের ক্রিকেট থেকে অবসরে যান মঈন। ১৬ জুন এজবাস্টনে অ্যাশেজের প্রথম টেস্টের আগে বার্মিংহামে তিন দিন অনুশীলন করবে ইংল্যান্ড। এবার অ্যাশেজের প্রথম টেস্টে ইংল্যান্ডের একাদশে সুযোগ পেলে ৮ নম্বরে ব্যাট করতে পারেন এই অলরাউন্ডার।
বিডি প্রতিদিন/নাজমুল
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        