২৯ জুন, ২০২৩ ০০:৪৬

জামালদের জন্য কোটি টাকা বোনাস ঘোষণা

অনলাইন ডেস্ক

জামালদের জন্য কোটি টাকা বোনাস ঘোষণা

জামালদের জন্য কোটি টাকা বোনাস ঘোষণা

দীর্ঘ ১৪ বছর পর দক্ষিণ এশিয়ায় ফুটবলীয় শ্রেষ্ঠত্বের লড়াই বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ। 

বুধবার বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে 'বি' গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ভুটানকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছেন জামাল ভূইয়ারা। এই জয়ে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপের রানার্সআপ হিসেবে শেষ চার নিশ্চিত করল হাভিয়ের কাবরেরার শিষ্যরা।

জামাল-মোরসালিনদের অসাধারণ নৈপুণ্যে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ১ কোটি টাকা বোনাস ঘোষণা করেছেন।

বাফুফের অন্যতম সহ-সভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ বলেন, আমাদের সভাপতি বাংলাদেশ দল সেমিফাইনালে উত্তীর্ণ হওয়ার জন্য ৫০ লাখ টাকা এবং ফাইনালে উঠতে পারলে আরও ৫০ লাখ টাকা বোনাস ঘোষণা করেছেন।  

এই ঘোষণা জামাল ভূঁইয়াদের সেমিফাইনালে ভালো খেলতে আরও বেশি অনুপ্রাণিত করবে বলে বিশ্বাস বাফুফের শীর্ষ কর্তাদের। বাংলাদেশ সাফের সর্বশেষ ফাইনাল খেলেছিল ২০০৫ সালে পাকিস্তানের করাচীতে। দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল একবারই ২০০৩ সালে।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ  

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর