পরপারে পাড়ি জমালেন দত্তজিরাও গায়কোয়াড়। ভারতের টেস্ট খেলা ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি বছর বেঁচে ছিলেন দত্তজিরাও।
ভারতের সাবেক অধিনায়ক আজ মঙ্গলবার নিজের বরোদায় বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
১৯৫২-১৯৬১ সালের মধ্যে ভারতের হয়ে তিনি ১১টি টেস্ট খেলেছেন। দত্তজিরাও কৃষ্ণরাও গায়কোয়াড়ের মৃত্যুর সময় বয়স হয়েছি ৯৫ বছর ১০৯ দিন।
ভারতের হয়ে টেস্ট খেলা ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি আয়ু তিনিই পেয়েছিলেন। এই রেকর্ডে গায়কোয়াড় পেছনে ফেলেছেন এমজে গোপালনকে। ১৯৩৪ সালে ভারতের হয়ে এক টেস্ট খেলা গোপালন ২০০৩ সালে ৯৪ বছর ১৯৮ দিন বয়সে মারা গিয়েছিলেন।
দত্ত গায়কোয়াড় মারা যাওয়ায় পর এখন ভারতের সবচেয়ে বেশি বয়সী জীবিত টেস্ট ক্রিকেটার সিডি গোপিনাথ। দত্ত গায়কোয়াড়ের এই সতীর্থ ৯৩ বছর বয়সী গোপিনাথ। তিনি ১৯৫১ থেকে ১৯৬০ সালের মধ্যে ভারতের হয়ে খেলেন ৮ টেস্ট।
বিডি প্রতিদিন/নাজমুল