১৭ ফেব্রুয়ারি, ২০২৪ ১৬:২৯

মৌসুমের প্রথম ভাগেই জুভেন্টাসের ক্ষতি ৯৫ মিলিয়ন ইউরো

অনলাইন ডেস্ক

মৌসুমের প্রথম ভাগেই জুভেন্টাসের ক্ষতি ৯৫ মিলিয়ন ইউরো

২০২৩-২৪ অর্থ বছরের প্রথম ভাগে প্রায় ৯৫.১ মিলিয়ন ইউরো আর্থিক ক্ষতির বিষয়টি স্বীকার করেছে জুভেন্টাস। অথচ ইতালিয়ান ক্লাবগুলোর রাজস্ব বিষয়ে আর্থিক অনিমের কারণে এ বছর ইউরোপীয়ান প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ হয়েছে জুভেন্টাস। 

গত বছর এ সময়ে যে ক্ষতি হয়েছিল তার থেকে ২৯.৫ মিলিয়ন ইউরো বেশী ক্ষতি হয়েছে জুভেন্টাসের। 

এক বিবৃতিতে জুভেন্টাস বলেছে, গত বছর জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে রাজস্ব প্রায় ২৬ শতাংশ কমে ১৭৩.৩ মিলিয়ন ইউরো হয়েছে। 

২০২২ সালের শেষে বেতন ও খেলোয়াড় ট্রেডিং কেলেঙ্কারিতে জড়িয়ে ইউরোপীয়ান প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ হয় জুভেন্টাস। গত ছয় বছরে সব মিলিয়ে তুরিনের জায়ান্টরা ৭০০ মিলিয়ন ইউরো ক্ষতি করেছে। সর্বশেষ ২০১৬-১৭ মৌসুমে ক্লাবটি আর্থিকভাবে লাভের মুখ দেখেছিল। 

সূত্র : রয়টার্স।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর