প্রথমবার বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি প্যানেলে যুক্ত হয়েছেন বাংলাদেশের এক জন নারী ম্যাচ রেফারি ও চার জন নারী আম্পায়ার।
গতকাল শুক্রবার বিসিবিকে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।
আইসিসির ডেভলপমেন্ট প্যানেলে যুক্ত হওয়া চার আম্পায়ার হলেন সাথিরা জাকির, রোকেয়া সুলতানা, ডলি রানী ও চম্পা চাকমা। আর ম্যাট রেফারি হয়েছেন সুপ্রিয়া রানী। তিনি আইসিসি ম্যাচ রেফারিদের আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হয়েছেন।
বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান বলেছেন, ‘এটা অন্যতম বড় একটা অর্জন। আগে মেয়েরা ক্রিকেট খেলত, এখন এটাকেও ক্যারিয়ার হিসেবে নিতে পারবে। আমাদের পুরো সমর্থন আছে।’
বাংলাদেশ থেকে পুরুষদের মধ্যে আইসিসির আন্তর্জাতিক প্যানেলে আছেন চার জন্য আম্পায়ার। শরফুদ্দৌলা, মাসুদুর রহমান, গাজী সোহেল ও তানভীর আহমেদ, এদের শরফুদ্দৌলা বিশ্বকাপে অন ফিল্ড আম্পায়ার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি অস্ট্রেলিয়ায় টেস্ট ম্যাচও পরিচালনা করেছেন। আর আন্তর্জাতিক ম্যাচ রেফারি হিসেবে বাংলাদেশ থেকে আছেন আখতার আহমেদ ও নিয়ামুর রশিদ।
বিডি প্রতিদিন/নাজমুল