প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে শ্রীলঙ্কা ১১৯ রান তুলতেই ৫ উইকেট হারিয়েছে। তবে প্রথম ইনিংসে পাওয়া ৯২ রান মিলিয়ে তাদের মোট লিড দাঁড়িয়েছে ২১১। হাতে আছে আরও পাঁচ উইকেট। রবিবার তৃতীয় দিন সকালে শুরুটাও করবে তারা।
এমন অবস্থায় বাংলালদেশকে কত রানের লক্ষ্য দেওয়ার আশা শ্রীলঙ্কার? এমন প্রশ্নের উত্তরে সংবাদ সম্মেলনে দলটির বোলিং কোচ দর্শনা গামাগে বলেন, ‘আমি মনে করি ৩০০ প্লাস ভালো স্কোর হবে ডিফেন্ড করার জন্য। ফলে আমরা এটাকে লক্ষ্য করে এগিয়ে যাব।’
শ্রীলঙ্কার হয়ে সবগুলো উইকেটই নিয়েছেন পেসাররা। লাহিরু কুমারা নিয়েছেন তিনটি উইকেট। বাকি উইকেটের মধ্যে বিশ্ব ফার্নান্দো ৪টি, কাসুন রাজিথা ৩টি উইকেট নেন। তাদের প্রশংসায় ভাসিয়েছেন লঙ্কান কোচও।
তিনি বলেন, ‘হ্যাঁ তারা দারুণ বোলিং করেছে। সব ১০ উইকেটই তারা নিয়েছে। পিচে কিছুটা অসম বাউন্স ছিল। তারা বেসিক অনুযায়ী বোলিং করে গেছে এবং সাফল্য পেয়েছে।’
বিডি প্রতিদিন/এমআই