ক্যারিবিয়ান দানবখ্যাত আন্দ্রে রাসেলের ঝোড়ো ইনিংসে ভর করে সানরাইজার্স হায়দ্রাবাদকে ২০৯ রানের টার্গেট দিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
কলকাতার ইডেন গার্ডেনে শুরুতে ব্যাট করেছে কলকাতা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তারা তুলেছে ২০৮ রান।
শুরুতেই ওপেনার সুনীল নারিনকে হারায় কলকাতা। তবে একপ্রান্ত আগলে ছিলেন ফিল সল্ট। তার পরের চার ব্যাটারের কেউই ১০ রানের ঘরও ছুঁতে পারেনি। তবে ছয়ে নামা রামেন্দ্র সিং কিছুটা থিতু হন। এরপর শেষ দিকে রীতিমতো ঝড় তোলেন আন্দ্রে রাসেল।
সল্টের ৪০ বলে ৫৪ রানের শান্ত ইনিংস আর রাসেলের ২৫ বলে ৬৪ রানের তুমুল মারকুটে ইনিংসে ভর করেই নড়বড়ে শুরু করা কলকাতা নিজেদের ইনিংসে তোলে ২০৮ রান।
বিডি প্রতিদিন/নাজমুল