১১ সেপ্টেম্বর, ২০২৪ ১৬:০১

বিসিবি থেকে পদত্যাগ করলেন সুজন

অনলাইন ডেস্ক

বিসিবি থেকে পদত্যাগ করলেন সুজন

খালেদ মাহমুদ সুজন (ফাইল ছবি)

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকের পদ থেকে পদত্যাগ করলেন খালেদ মাহমুদ সুজন।

বুধবার বেলা ১১টার দিকে বিসিবির একটি হোয়াটস অ্যাপ গ্রুপে নিজেই পদত্যাগের বিষয়টি জানান সুজন।

তবে এরপর থেকে তার ফোন বন্ধ রয়েছে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই বিসিবিতে ছিলেন খালেদ মাহমুদ সুজন। সবশেষ নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বোর্ডের অনেকেই পদত্যাগ করলেও টিকে গিয়েছিলেন তিনি।

আওয়ামী লীগ ক্ষমতা ছাড়ার পর বোর্ড সভায় ৯ পরিচালকের একজন ছিলেন তিনি। তবে শেষ অবধি বিসিবি থেকে তিনিও পদত্যাগ করলেন।

বিডি প্রতিদিন/একেএ

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর