২০ সেপ্টেম্বর, ২০২৪ ০৮:৩৩

কোহলির উইকেটকেই ‘সেরা’ বলছেন হাসান

অনলাইন ডেস্ক

কোহলির উইকেটকেই ‘সেরা’ বলছেন হাসান

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ভারত। টাইগারদের দিনের শুরুটা হয় দুর্দান্ত। ভারতের ব্যাটিং লাইনআপকে রীতিমতো একাই কাঁপিয়ে দেন হাসান মাহমুদ। রোহিত শর্মা, শুভমান গিলের পর নেন বিরাট কোহলির উইকেটও।

১৪৪ রানে ৬ উইকেট হারিয়ে ফেলেছিল ভারত। পরে অবশ্য রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার শত রানের জুটিতে ঘুরে দাঁড়িয়েছে ভারত। হাসান নিয়েছেন চার উইকেট। এর মধ্যে সেরা ছিল কোনটি? প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘অবশ্যই এটা (কোহলি) সেরা উইকেট।’

কী পরিকল্পনা নিয়ে বল করেছেন? হাসান বলেন, ‘আমার পরিকল্পনা খুব সাধারণ ছিল। নতুন বলে আমি নিজের শক্তি অনুযায়ী বোলিংয়ের চেষ্টা করেছি। যেটা আমি ভালো পারি, সেটাই পুরো সময় করতে চেয়েছি। এরই ফল পেয়েছি।’

হাসানের টেস্ট ক্যারিয়ার খুব বেশিদিনের নয়। এর মধ্যেই সবশেষ টেস্টে পাঁচ উইকেট পেয়েছেন হাসান। এবারও ভারতকে একাই ফেলেছেন চাপে। দলের জন্য কাজ করে যাওয়াটাই লক্ষ্য থাকে বলে জানান ডানহাতি এই পেসার।  

তিনি বলেন, ‘টেস্ট ম্যাচে উইকেট পাওয়াই আনন্দদায়ক আমার কাছে। পাকিস্তানে ৫ উইকেট পেয়েছি, ওটার ধারাবাহিকতা ধরে রাখতে চেষ্টা করছি, যতটুকু দলের জন্য করতে পারি নিজের সেরাটা দিয়ে।’

 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর