আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জয় শাহ। তিনি নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলের জায়গায় বসলেন। ২০২০ সালের নভেম্বর থেকে বার্কলে এই দায়িত্ব পালন করেছেন।
রবিবার আনুষ্ঠানিকভাবে আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জয় শাহ।
পঞ্চম ভারতীয় হিসেবে আইসিসির প্রধান হয়েছেন তিনি। তার আগে এই দায়িত্ব পালন করেছেন জাগমোহন ডালমিয়া, শারাদ পাওয়ার, এন শ্রিনিবাসন ও শাশাঙ্ক মানোহার।
এক বিবৃতিতে জয় শাহকে দায়িত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করে আইসিসি। এর আগে গত আগস্টে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির স্বাধীন চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন জয় শাহ। আইসিসি বোর্ডের মনোনীত একমাত্র প্রার্থী ছিলেন জয় শাহ। তাই আনুষ্ঠানিক নির্বাচনের প্রয়োজন হয়নি।
দায়িত্ব নেওয়ার পর প্রথম বিবৃতিতে তিনি ক্রিকেটের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তার অগ্রাধিকার তুলে ধরেন। এর মধ্যে অন্যতম হলো ক্রিকেটকে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে অন্তর্ভুক্তির সুযোগকে কাজে লাগানো। সেই সঙ্গে নারীদের ক্রিকেটের আরও দ্রুত বিকাশ নিশ্চিত করা।
বিবৃতিতে জয় শাহ বলেন, ‘আইসিসি চেয়ারম্যানের দায়িত্ব পালন করা আমার জন্য অত্যন্ত সম্মানের বিষয়। আইসিসির পরিচালক ও সদস্য বোর্ডগুলোর সমর্থন এবং আস্থার জন্য আমি কৃতজ্ঞ।
এটি ক্রিকেটের জন্য আকর্ষণী একটি সময়। আমরা লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের জন্য প্রস্তুতি নিচ্ছি এবং খেলাটিকে বিশ্বব্যাপী আরও অন্তর্ভুক্তিমূলক ও আকর্ষণীয় করতে কাজ করছি।’
জয় শাহ আরও বলেন, ‘বিভিন্ন ফরম্যাটের সমান জনপ্রিয়তা অর্জন এবং নারীদের ক্রিকেটের দ্রুত বৃদ্ধি এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ। ক্রিকেটের বিশ্বব্যাপী সম্ভাবনা অপরিসীম, এবং আমি আইসিসি দল ও সদস্য দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় আছি, যাতে খেলাটিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া যায়।’
ক্রিকেট প্রশাসনে দীর্ঘ অভিজ্ঞতা থাকা জয় শাহ ২০০৯ সালে গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাধ্যমে তার যাত্রা শুরু করেন। তার তত্ত্বাবধানে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদে নির্মিত হয়। ২০১৯ সালে তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডে (বিসিসিআই) যোগ দেন এবং সর্বকনিষ্ঠ সম্মানসূচক সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এছাড়া তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি এবং আইসিসির অর্থ ও বাণিজ্যিক বিষয়ক কমিটির চেয়ারম্যান হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
বিডি-প্রতিদিন/বাজিত