টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজে প্রথম তিন ম্যাচের দুটিতে হেরেছিল বাংলাদেশ ‘এ’ দল। তাই পরবর্তী পর্বের আশা বাঁচিতে রাখতে আজ নর্দান টেরিটরি স্ট্রাইর্কের বিপক্ষে জয়টা বেশ গুরুত্বপূর্ণ ছিল। তা ভালোভাবেই করেছেন নুরুল হাসান সোহান-হাসান মাহমুদরা। অস্ট্রেলিয়ার দলটিকে ২২ রানে হারিয়ে আবারো জয়ে ফিরেছে বাংলাদেশ।
ডারউইনে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭২ রান তোলে বাংলাদেশ এ দল। ৪০ বলে ৪১ রান করেন আফিফ হোসেন। নুরুল হাসান সোহানের ব্যাট থেকে আসে ২৩ বলে ৩৫ রান। জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫০ রানের বেশি করতে পারেনি নর্দান টেরিটরি।
১৭৩ রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকেই বেশ ভুগেছে নর্দান টেরিটরি। ইনিংসের দ্বিতীয় ওভারেই দলকে ব্রেকথ্রু এনে দেন হাসান মাহমুদ। ব্যক্তিগত ৪ রান করা জেক ওয়েদারল্যান্ডকে ফিরিয়ে উদ্বোধনী জুটি বড় হতে দেননি এই ডানহাতি পেসার।
সুবিধা করতে পারেননি আরেক ওপেনার ডি আর্চি শট। অভিজ্ঞ এই ব্যাটারকে সোহানের ক্যাচ বানিয়ে ফিরিয়েছেন রিপন মন্ডল। এরপর স্যাম এল্ডারকেও দ্রুত আউট করে বোলিংয়ে দারুণ শুরু করে বাংলাদেশ।
২৪ রানে ৩ উইকেট হারানো নর্দান টেরিটরিকে টেনে তোলার চেষ্টা করেন কনর কেরল ও জর্ডান সিল্ক। দুজনেই মাঝের ওভারগুলোতে দারুণ ব্যাটিং করেছেন। তবে দুজনই কাছাকাছি গিয়েও হাফসেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে প্যাভিলিয়নে ফিরেছেন। সিল্ক-কনরের বিদায়ের পর আর কেউই তেমন একটা প্রতিরোধ গড়তে পারেনি।
এর আগে আগে ব্যাটিংয়ে নেমে নাঈম শেখ ও জিশান আলমের ব্যাটে ভালো শুরু পায় বাংলাদেশ। দুজনের আক্রমণাত্মক ব্যাটিংয়ে পাওয়ার প্লেতেই দলীয় ফিফটির দেখা পায় দল। ১১ বলে ২৫ রান করে নাঈম ফিরলে ভাঙে ৫৫ রানের উদ্বোধনী জুটি।
তিনে নেমে ১০ বলে ৩ রান করেন সাইফ হাসান। মিডল অর্ডারে আফিফ হোসেন রান পেলেও ধীরগতির ব্যাটিং করেছেন। তাতে উল্টো চাপে পড়েছে দল। ৪০ বলে অপরাজিত ৪১ করেছেন তিনি।
শেষদিকে রানের গতি বাড়িয়েছেন সোহান-রাব্বিরা। সোহান ২৩ বলে করেছেন ৩৫ রান। আর রাব্বি ১৩ বলে ২২ রান করে অপরাজিত ছিলেন।
বিডি প্রতিদিন