ভারতের বাজারে এল অ্যাপল আইফোনের বিশেষ সংস্করণ প্রোডাক্ট রেডের আইফোন সেভেন এবং আইফোন সেভেন প্লাস। আইফোন সেভেনের এই মডেল দু’টি মিলবে ফ্লিপকার্ট এবং আমাজন থেকে।
আইফোনের এই বিশেষ সংস্করণের কেনাকাটায় ভারতীয় গ্রাহকদের জন্য বিশেষ ছাড় দেওয়া হচ্ছে এই দুই ওয়েবসাইট থেকে। মোবাইল পিছু ৪ হাজার টাকা পর্যন্ত ছাড় দেওয়া হবে বলে সূত্রের খবর। তবে এই বিশেষ অফার সীমিত সময়ের জন্য বলে জানিয়েছে সংস্থা। লাল রংয়ের ১২৮ জিবি ইন্টারনাল মেমরির এই ফোন দু’টি বিক্রি করা হবে ৬৬ হাজার টাকা (আইফোন সেভেন) এবং ৭৮ হাজার টাকায় (সেভেন প্লাস)।
গত মাসে আইফোন সেভেন এবং সেভেন প্লাসের রেড স্পেশ্যাল সংস্করণ নিয়ে আসে অ্যাপল। প্রোডাক্ট রেডের সঙ্গে অ্যাপলের ১০ বছরের বাণিজ্যিক সম্পর্কে এটি তাদের সর্বশেষ সংস্করণ। ফোন বিক্রির লভ্যাংশ ব্যবহৃত হবে প্রোডাক্ট রেড সংস্থার এইডস মুক্ত ক্যাম্পেইনে।
সূত্র: আনন্দবাজার পত্রিকা