দুর্নীতির দায়ে স্যামসাং ইলেক্ট্রনিক্সের ভাইস চেয়ারম্যান প্রধান লি জে ইয়ংয়ের (৪৯) পাঁচ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। শুক্রবার দক্ষিণ কোরিয়ার সিউল কেন্দ্রীয় জেলা আদালত স্যামসাংয়ের উত্তরাধীকারী লি জে ইয়ংকে এ দণ্ড দেন।
স্যামসাং গ্রুপের প্রধান লি কুন-হির ছেলে লি জে-ইয়ং। দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্ক জিউন হাইকে ঘুষ দিয়েছেন এমন অভিযোগেই তাকে এ দণ্ড দেয়া হয়েছে। একই অপরাধে প্রেসিডেন্ট পার্ক জিউন হাইকেও অভিশংসিত করা হয়েছিল।
বিডি প্রতিদিন/২৫ আগস্ট, ২০১৭/ফারজানা