দুয়ারে কড়া নাড়ছে ঈদ। ঈদের কেনাকাটায় বর্তমানে অন্যতম অনুসঙ্গ প্রযুক্তিপণ্য। সাশ্রয়ী দামে অত্যাধুনিক ফিচারসমৃদ্ধ একটি সুদৃশ্য স্মার্টফোন ঈদের আনন্দ বাড়িয়ে দিতে পারে বহুগুণ। দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের রয়েছে অন্তত ৩০ মডেলের স্মার্টফোন। যেগুলোর দাম ২,৮৪০ থেকে ২৮,৯৯০ টাকা পর্যন্ত। সাশ্রয়ী দাম ও উন্নত ফিচারের জন্য দেশীয় ক্রেতাদের মাঝে সাড়া ফেলেছে ওয়ালটনের স্মার্টফোন। জেনে নিন ওয়ালটনের কয়েকটি স্মার্টফোনের খবর।
প্রিমো এক্স ফোর প্রো
ওয়ালটনের ফ্ল্যাগশিপ প্রিমো এক্স ফোর প্রো। ৫.৫ ইঞ্চির ফুল এইচডি সুপার অ্যামোলেড ডিসপ্লের এই ফোনে ব্যবহৃত হয়েছে ২ গিগাহার্জের শক্তিশালী অক্টা-কোর প্রসেসর। সম্পূর্ণ মেটাল বডির ফোনটির সুরক্ষায় রয়েছে চতুর্থ প্রজম্মের কর্নিং গরিলা গ্যাস। দ্রুতগতির ৪ জিবি ডিডিআর৩ র্যাম। মালি টি-৮৬০ গ্রাফিক্স। এর স্টোরেজ ৬৪ গিগাবাইট। যা এসডি কার্ডের মাধ্যমে ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। সামনে রয়েছে ১৩ এবং পেছনে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা। দীর্ঘ পাওয়ার ব্যাপআপের জন্য ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। ৮ দশমিক ৩ মিলিমিটার পুরুত্বের পাতলা এই সেটের রয়েছে সুপার ফাস্ট রেসপন্স ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ডুয়াল সিমের ফোরজি সমর্থিত ফোনটির দাম ২৮ হাজার ৯৯০ টাকা।
প্রিমো আরএম৩এস
মেটাল ডিজাইনের প্রিমো আরএম৩এস ফোনে রয়েছে ৫.২ ইঞ্চির অন সেল আইপিএস এইচডি প্রযুক্তির ২.৫ডি কার্ভড (বাঁকানো) গ্যাসের ডিসপ্লে। এতে আছে ১.৩ গিগাহার্জের অক্টাকোর প্রসেসর। ৩ গিগাবাইট র্যাম। মালি-টি৭২০ গ্রাফিক্স। এর ইন্টারনাল স্টোরেজ ৩২ গিগাবাইট, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরযুক্ত এই ফোনে রয়েছে ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ার লি-পলিমার ব্যাটারি। এর পেছনে ১৩ এবং সামনে আছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। অ্যান্ড্রয়েড নুগাট চালিত ডুয়াল সিম সুবিধার ফোনটি থ্রিজি ও ফোরজি সমর্থন করে। দাম মাত্র ১৪ হাজার ৪৯০ টাকা।
প্রিমো এন৩
৬ ইঞ্চি এইচডি আইপিএস ডিসপ্লের স্মার্টফোন প্রিমো এন৩। এতে আছে ১.৩ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর। মালি-৪০০ গ্রাফিক্স। এতে আছে ২ জিবি র্যাম এবং ১৬ জিবি স্টোরেজ, যা ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। এর পেছনে রয়েছে ১৩ এবং সামনে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। ৩৩০০ মিলিঅ্যাম্পিয়ার লি পলিমার ব্যাটারির ফোনটিতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। দাম ১০,২৯০ টাকা।
প্রিমো জিএম২ প্লাস
৫ ইঞ্চি এইচডি আইপিএস ডিসপ্লের ফোনটিতে রয়েছে ১.৩ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর। এর র্যাম ২ জিবির। স্টোরেজ ১৬ জিবি, যা ৬৪ জিবি মাইক্রো এসডি কার্ড সাপোর্ট করবে। গ্রাফিক্স হিসেবে আছে মালি-৪০০। পেছনে ১৩ মেগাপিক্সেল এবং সামনে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার লি পলিমার ব্যাটারিযুক্ত ফোনটির দাম ৮,৩৫০ টাকা।
বিডি প্রতিদিন/এ মজুমদার