ফের কন্যাসন্তানের বাবা হয়েছেন ফেসবুক নির্বাহী মার্ক জাকারবার্গ। মেয়ের নাম রেখেছেন আগস্ট। আগস্ট মাসে জন্মেছে বলেই হয়তো এ নাম।ফেসবুকে নিজের আনন্দের খবরটি জানিয়েছেন জাকারবার্গ। সঙ্গে পুরো পরিবারের ছবিও দিয়েছেন। সদ্য জন্মানো মেয়েকে স্ত্রী প্রিসিলাসহ দীর্ঘ চিঠি লিখেছেন জাকারবার্গ। যাতে মেয়ে আগস্ট পৃথিবী থেকে ধারণা পায়। কিন্তু জাকারবার্গ এও চান না চিঠিটি পড়ার জন্য মেয়ে দ্রুত বড় হোক!
দীর্ঘ চিঠির শেষের দিকে আগস্টের বাবা-মা লিখেছেন, আগস্ট, আমরা তোমাকে অনেক ভালোবাসি। তোমার সঙ্গে জীবনটা অতিবাহিত করতে পারবো এজন্য আমরা রোমাঞ্চিত। আশা করি, তোমার জীবনটা হবে অনেক অনেক আনন্দ আর ভালোবাসায় ভরা। আশা করি তুমিও আমাদের জীবনটা আনন্দ আর খুশিতে ভরিয়ে দেবে।
বিডি প্রতিদিন/২৯ আগস্ট, ২০১৭/ফারজানা