১৪ জানুয়ারি, ২০২০ ১২:০৯

আসছে ওয়াকিটকি স্মার্টফোন

অনলাইন ডেস্ক

আসছে ওয়াকিটকি স্মার্টফোন

প্রতীকী ছবি

ওয়াকিটকির আদলে নির্দিষ্ট ব্যক্তিদের সঙ্গে দ্রুত কথা বলার সুযোগ দিতে স্মার্টফোন বাজারে আনছে মাইক্রোসফট ও স্যামসাং। পানি, ধুলা, লবণ বা আর্দ্রতা প্রতিরোধক ৬.৩ ইঞ্চি স্ক্রিনের স্মার্টফোনটি অল্প কিছু দিনের মধ্যেই যুক্তরাষ্ট্রে বাজারজাত করা হবে। 

‘গ্যালাক্সি এক্সকাভার প্রো’ মডেলের স্মার্টফোনটি কাজে লাগিয়ে মোবাইল নম্বরে কল না করেই নির্দিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলার সুযোগ মিলবে। এ জন্য ‘পুশ টু টক’ ফিচারও রয়েছে স্মার্টফোনটিতে। 

মাইক্রোসফটের বার্তা বিনিময়ের অ্যাপ ‘টিমস’-এর কারিগরি সহায়তায় চলা ফিচারটিতে ক্লিক করলেই আগে থেকে নির্দিষ্ট করা এক বা একাধিক ব্যক্তির স্মার্টফোনে রিং বাজবে। কল রিসিভ করলেই নিজেদের মধ্যে কথা বলার সুযোগ পাবেন তারা। ফলে কাজের সময় একাধিক কর্মীর সঙ্গে আলাদাভাবে কল করতে হবে না। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর