মেটা তাদের প্রথম অগমেন্টেড রিয়েলিটি (এআর) প্রযুক্তির স্মার্ট চশমা ‘ওরিয়ন’ উন্মোচন করেছে বার্ষিক কানেক্ট সম্মেলনে। মার্ক জাকারবার্গ ‘ওরিয়ন’ স্মার্ট চশমাটি প্রদর্শন করে দর্শকদের চমকে দেন। এই চশমায় বার্তা পড়া, এআর প্রযুক্তির সুবিধা ব্যবহারের পাশাপাশি এটি হাতের ইশারা, মুখের কথা এবং নিউরাল ইন্টারফেস দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে।
যদিও এটি এখনই বাজারে আসছে না, বাজারজাত করার আগে আরও আধুনিকায়ন করা হবে। এছাড়া, ‘মেটা কোয়েস্ট ৩এস’ নামে নতুন মিক্সড রিয়েলিটি হেডসেটও উন্মোচন করেছে মেটা। স্ন্যাপড্রাগন এক্সআর২ জেন ২ প্রসেসর যুক্ত এই হেডসেটে দুটি উচ্চ রেজোলিউশনের এলসিডি পর্দা রয়েছে, যা স্পর্শনির্ভর কন্ট্রোলারসহ গেম খেলার জন্য উপযোগী। ১২৮ ও ২৫৬ গিগাবাইট স্টোরেজের এই হেডসেটটির দাম যথাক্রমে ২৯৯ ও ৩৯৯ ডলার। আগামী ১৫ অক্টোবর থেকে এটি বাজারে আসবে।
এর পাশাপাশি, মেটা তাদের ‘রেব্যান মেটা স্মার্ট গ্লাস’-এ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট সংযুক্ত করার ঘোষণা দিয়েছে। এর ফলে ব্যবহারকারীরা মুখের কথায় ইন্টারনেটে তথ্য অনুসন্ধান করতে পারবেন।
সূত্র: রয়টার্স, জেডডিনেট.
বিডিপ্রতিদিন/কবিরুল