হোয়াটসঅ্যাপের নির্দিষ্ট অপশন ব্যবহার করে নির্দিষ্ট ভাষায় মেসেজ অনুবাদ করা যাবে। অ্যান্ড্রয়েড ২.২৪.১৫.৯ হালনাগাদের হোয়াটসঅ্যাপ বেটা সংস্করণে চ্যাট অনুবাদ করার সুবিধা নিয়ে পরীক্ষামূলক কাজ করা হয়। এ সুবিধা ব্যবহারের জন্য ব্যবহারকারীকে তাঁর পছন্দের ভাষা বেছে নিতে হবে। এরপর নির্বাচিত ভাষা অনুযায়ী মেসেজ অনূদিত হয়ে তা দেখা যাবে। প্রাথমিকভাবে ইংরেজি, আরবি, স্প্যানিশ, পর্তুগিজ, রুশ ও হিন্দি ভাষায় মেসেজ অনুবাদ করা যাবে। ধারণা করা হচ্ছে, যে সুবিধাটি চালু হলে আরও নতুন ভাষা যুক্ত হতে পারে। এসব অনূদিত বার্তা ‘অ্যান্ড টু অ্যান্ড এনক্রিপটেড’ থাকবে।