ইভিনিং পার্টি পোশাক মানেই এলিগ্যান্ট আউটফিট সঙ্গে মানানসই সাজ। খাতা-কলমে বর্ষা চললেও গরমও আছে। তাই এ সময়ে মেকআপ যেন হালকা, এলিগ্যান্ট এবং ওয়াটারপ্রুফ হয়, সেদিকে নজর রাখা চাই।
ফ্রেশ আইজ উইথ রেড লিপ :
চোখের পাতায় প্রাইমার লাগিয়ে ব্লেন্ড করে নিন। আপার ল্যাশ থেকে ব্রো-বোন; ম্যাট নিউট্রাল শেডের আইশ্যাডো লাগিয়ে বেস তৈরি করে নিন। এরপর চোখ দুটি আরও ডিফাইন করার জন্য এক শেড গাঢ় নিউট্রাল শেডের আইশ্যাডো নিয়ে চোখের ভিতরের কর্নার থেকে বাইরের কর্নারে অ্যাপ্লাই করুন। হালকা লাল রঙের আইশ্যাডো ওপর-নিচের ল্যাশলাইন বরাবর লাগিয়ে নিন। চোখের পাতার মাঝখান থেকে বাইরের কর্নারে উইংগ শেপেও আইশ্যাডো অ্যাপ্লাই করে নিন। এবার শিমারি ব্রাউন শেডের অ্যাইশ্যাডো বা কালার পেনসিল নিয়ে চোখের বাইরের কর্নার থেকে উইংগ টেনে নিন। শেষে মাসকারা কোট করে নিলেই যথেষ্ট। আইশ্যাডোর রঙের সঙ্গে মিলে গেলে হালকা নুড শেডের ব্লাশ-অন ব্যবহার করুন। এতে লুক ওভারডান মনে হবে না। এবার ঠোঁটে লিপবাম লাগিয়ে ক্রিমসন বা চেরি রেড শেডের লিপস্টিক অ্যাপ্লাই করুন। টেক্সচারটি ক্রিমি বাছতে পারেন। সেটিং স্প্রে দিয়ে লুক সেট করে নিতে ভুলবেন না।