রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহিদ হবিবুর রহমান হলের প্রধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মোকাদ্দেসুর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষক।
শনিবার এ তথ্যটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার শেখ সাদ আহমেদ।
তিনি জানান, শহিদ হবিবুর হলের প্রাধ্যক্ষ পদত্যাগ করেছেন। সেই প্রেক্ষিতে অধ্যাপক মোকাদ্দেসুর রহমানকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ওই হলের প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
এর আগে সরকার পতনের পর গত আগস্ট মাসে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিভিন্ন হলের প্রাধ্যক্ষ সহ প্রায় ৯০ জন কর্মকর্তা পদত্যাগ করেন। এতে হলগুলো অরক্ষিত হয়ে পড়ে।
এ বিষয়ে জানতে চাইলে ড. মোকাদ্দেসুর রহমান বলেন, অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করব। হলের উন্নয়ন ও শৃঙ্খলা রক্ষায় কাজ করব।
বিডি-প্রতিদিন/বাজিত