আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) অফিস অব স্পোর্টসের উদ্যোগে ১০ দিনব্যাপী এআইইউবি ইনডোর গেমস প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নাদিয়া আনোয়ার ইনডোর গেমস উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এআইইউবির প্রক্টর ড. মনজুর এইচ খান, প্রধান জনসংযোগ কর্মকর্তা আবু মিয়া আকন্দ তুহিন, অফিস অব স্পোর্টসের কো-অর্ডিনেটর মো. জয়নাল আবেদীন, শিক্ষক-শিক্ষিকা, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী।
এআইইউবি ইনডোর গেমস প্রতিযোগিতায় দাবা, ক্যারাম, বিলিয়ার্ড, ব্যাডমিন্টন, বাস্কেটবল, টেবিল টেনিস, টেনিস, লুডু, হ্যান্ডবল এবং ভলিবলসহ ১১টি ইভেন্ট অন্তর্ভুক্ত রয়েছে। এই প্রতিযোগিতায় শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা এবং কর্মকর্তাসহ প্রায় ২৫শ' জন অংশগ্রহণ করছেন।
বিডি প্রতিদিন/এমএস