জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আইন অনুষদের জন্য আলাদা একাডেমিক ভবন বরাদ্দ দেওয়াসহ ৫ দফা দাবিতে প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে অবরোধ কর্মসূচি পালন করেছেন বিভাগের শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুর ১টা থেকে এ অবরোধ শুরু হয়। সন্ধ্যা ৬টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ কর্মসূচি চলছিল। অবরোধের পাশাপাশি শিক্ষার্থীরা অনশন কর্মসূচিও পালন করছেন বলে জানিয়েছেন।
তাদের অন্য দাবিগুলো হলো-আইন অনুষদের ডিন ও বিভাগের শিক্ষক অধ্যাপক তাপস কুমার দাস এবং সহযোগী অধ্যাপক সুপ্রভাত পালকে চাকুরিচ্যুতি করা, আইন অনুষদের নিজস্ব অধ্যাদেশ বাতিল করে বিভাগকে সম্পূর্ণরূপে বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশের আওতায় নিয়ে আসা, ২০২১ সাল হতে বর্তমান পর্যন্ত অনুষ্ঠিত আইন ও বিচার বিভাগের ৪৯, ৫০ ও ৫১তম ব্যাচের সকল পরীক্ষার খাতা পুনঃমূল্যায়ন করা, বিভাগে শিক্ষক নিয়োগে স্বজনপ্রীতি বন্ধ করা।
এ সময় দাবিগুলোর বিষয়ে আইন ও বিচার বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী আরশাদুল হক বলেন, প্রায় দুই মাস যাবৎ আমাদের দাবিগুলো আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়ে আসছি। নতুন উপাচার্য আসার পরও তিনি আমাদেরক আশ্বাস দিয়ে যাচ্ছেন, কার্যত কিছুই করছেন না। আইন অনুষদের জন্য যেখানে একটি পূর্ণাঙ্গ একাডেমিক ভবন দরকার সেখানে আমাদের দুই-একটি ভাড়া করা রুমে ক্লাস করতে হয়। বিভাগের স্বেচ্ছাচারী শিক্ষক তাপস ও সুপ্রভাত পালের অধীনে যেসব ব্যাচের ফলাফলকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে খারাপ করিয়ে দেওয়া হয়েছে তা পুনঃমূল্যায়ন করতে হবে। পাশাপাশি ওই দুই শিক্ষককে চাকরিচ্যুতি করতে হবে।
শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নের জন্য যথাযথ উপায়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। পাশাপাশি দুই শিক্ষককে অব্যাহতি এবং রেজাল্ট পুনঃমূল্যয়নের বিষয়টি তদন্ত করা হবে বলে জানান তিনি। তবে একাডেমিক ভবনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান উপাচার্য।
এদিকে, একাডেমিক ভবন বরাদ্দ না দেওয়ায় আন্দোলনকারী শিক্ষার্থীরা ওইদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অব্যবহৃত বিশ্ববিদ্যালয়ের পুরাতন ফজিলাতুন্নেছা হলকে আইন অনুষদের একাডেমিক ভবন হিসেবে ঘোষণা করেন। এ সময় তারা হলটির প্রধান ফটকে ‘আইন অনুষদের জন্য জায়গা নির্ধারিত হলো’ লেখা সম্বলিত ব্যানার ঝুলিয়ে দেন।
বিডি-প্রতিদিন/বাজিত