পুরোদমে সচল হয়েছে চট্টগ্রাম বন্দর। আন্দোলনের রেশ কাটিয়ে এরইমধ্যে কন্টেইনার হ্যান্ডেলিংয়ের রেকর্ডও করেছে। সংশ্লিষ্টদের দাবি- কন্টেইনার হ্যাল্ডলিংয়ের এ ধারা ধরে রাখতে পারলেই আগামী এক সপ্তাহের মধ্যে স্বাভাবিক হবে কন্টেইনার জট।
চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক বলেন, ‘বর্তমানে পুরোদমে সচল রয়েছে চট্টগ্রাম বন্দর। আন্দোলনকে ঘিরে কন্টেইনার ডেলিভারি বিঘ্নিত হওয়ার কারণে এখন ডেলিভারির গতি বাড়ানো হয়েছে। গত ২৪ ঘন্টায় ৭ হাজার ৬৪১ টিইইউএস কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে। ’
জানা যায়, ইন্টারনেট সংযোগ পুরোপুরি চালু হওয়ার পর দেশের অর্থনীতির প্রাণভোমরা চট্টগ্রাম বন্দরের কার্যক্রমে আসে পূর্ণগতি। আন্দোলনের কারণে বন্দরের কন্টেইনার জট সৃষ্টি হওয়ায় বাড়ানো হয় কন্টেইনার ভেলিভারির গতি। গত ২৪ ঘন্টায় রেকর্ড ৭ হাজার ৬৪১ টিইইউএস কন্টেইনার। বন্দর ব্যবহারকারীদের মতে- বন্দর, কাস্টমস, অফডক, এনবিআর এবং আইন শৃঙ্খলাবাহিনীর প্রয়োজনীয় উদ্যোগে দ্রুত সময়ের মধ্যে কম আসবে কন্টেইনার জট।
বেসরকারি ডিপো মালিকদের সংগঠন বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশনের (বিকডা) মহাসচিব রুহুল আমিন শিকদার বলেন, বর্তমানে ২১টি ডিপোতে ৬ হাজার ৩০০ টিইইউস রপ্তানি পণ্যবোঝাই কন্টেইনার আছে। এ ছাড়া ডিপোগুলোতে আমদানি পণ্যবোঝাই ১১ হাজার এবং খালি কন্টেইনার আছে ৪৯ হাজার টিইইউস। এগুলো পর্যায়ক্রমে বন্দরে শিপমেন্টের জন্য পাঠানো হবে। সপ্তাহে সাত দিন যদি একই গতিতে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি হয় তবে জট দ্রুত নিরসন হবে।
বিডি প্রতিদিন/এএম