চট্টগ্রামের ফটিকছড়ি ও লোহাগাড়া উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে মুহাম্মদ সাফওয়া ও রক্তিম রুদ্রনামের দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১২ অক্টোবর) দুপুরের দিকে পুকুরের ও বালতির পানিতে ডুবে তারা মারা যায়। নিহত সাফওয়ার বয়স দেড় বছর। সে ফটিকছড়ির বখতপুর ইউনিয়নের প্রবাসী সাইফুল ইসলামের পুত্র। অন্যদিকে রক্তিমের বয়স ১০ বছর। সে লোহাগাড়ার বড়হাতিয়া ইউনিয়নের রুপন রুদ্রর সন্তান।
ফটিকছড়ির ধর্মপুর ইউনিয়নের ইউপি সদস্য ফারুক উল আজম জানান, বখতপুর থেকে মায়ের সাথে আজাদী বাজারের ফুফুর বাড়িতে বেড়াতে এসেছিলো সাফওয়া। দুপুরের দিকে সে বাড়িতে খেলছিলো। কিছুক্ষণ পর গোসল করানোর জন্য তাকে ডাকাডাকি করে না পেয়ে সবাই খুঁজতে থাকে। পরে বাথরুমে পানিভর্তি বালতির মধ্যে তার লাশ পাওয়া যায়।
এদিকে লোহাগাড়ার বড়হাতিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জুনাইদ চৌধুরী জানিয়েছেন, দুপুর ১২টার দিকে পরিবারের অগোচরে বাড়ির বাইর যায় রক্তিম। এক পর্যায়ে তাকে খোঁজাখুজি করে না পেয়ে পাশ্ববর্তী একটি পুকুরে ভাসমান অবস্থায় তার নিথর দেহ ভাসতে দেখে উদ্ধার করেন স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এএম