রাজধানীর শ্যামপুরে নির্মাণাধীন ভবনের ছাদে রড ওঠানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভবন থেকে পড়ে মো. লাভু মন্ডল (২০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) রাতে শ্যামপুরের একটি গার্মেন্টস ফ্যাক্টরির নির্মাণাধীন ভবনে এই ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লাভু মন্ডল সিরাজগঞ্জ বেলকুচি থাকার সাহাপুর গ্রামের বক্কার আলীর ছেলে। বর্তমানে তিনি ওই ভবনেই থাকতেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।
বিডি প্রতিদিন/হিমেল