২৭ সেপ্টেম্বর, ২০১৭ ১৭:৪০

বরিশালের ঐতিহ্যবাহী এ.কে স্কুল জাতীয়করণের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশালের ঐতিহ্যবাহী এ.কে স্কুল জাতীয়করণের দাবিতে মানববন্ধন

বরিশাল নগরীর প্রাণ কেন্দ্রে অবস্থিত আছমত আলী খান ইনস্টিটিউশন (এ.কে স্কুল) জাতীয়করণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে স্কুলের কার্য নির্বাহী কমিটি, শিক্ষক-কর্মচারী এবং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

স্কুল পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ গোলাম মাসউদ বাবলুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক এইচএম জসিমউদ্দিন, প্রাক্তন ছাত্র দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চাঁন, মো. শফিকুর রহমান, মো. মনির হোসেন, মো. আবুল খায়ের সবুজ, শিক্ষক কে.এম তরিকুল ইসলাম, বর্তমান ছাত্র মো. হুমায়ুন কবির এবং সহকারী শিক্ষক রতন কুমার মজুমদার প্রমুখ। 

বক্তারা বলেন, ১৯১৩ইং সালে প্রতিষ্ঠার পর থেকে আছমত আলী খান ইনস্টিটিউশন বরিশাল নগরীতে শিক্ষার আলো জ্বালিয়ে আসছে। ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানে কয়েক শ’ শিক্ষার্থী রয়েছে। স্কুলটি জাতীয়করণের জন্য সরকারের শিক্ষামন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সু-দৃষ্টি কামনা করেন বক্তারা।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর