কারফিউয়ের কারণে দিনাজপুরে কর্মহীন হয়ে পড়া পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে দিনাজপুর সদর উপজেলার শংকর ইউপির প্রত্যন্ত অঞ্চলের বাড়ি বাড়ি গিয়ে প্রকৃত অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আরিফ হোসেন। বর্তমান পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের পৃষ্ঠপোষকতায় এ উদ্যোগ নেন বলে জানান তিনি।
শংকর ইউপির আওয়ামী লীগ নেতা আরিফ হোসেন বলেন, শিক্ষার্থীদের আন্দোলকে ঢাল হিসেবে ব্যবহার করে বিএনপি জামায়াত-শিবির সহিংসতা চালিয়ে আসছিল। এমন পরিস্থিতিতে জানমালের নিরাপত্তায় কারফিউ জারি করেছে সরকার। তবে এই কারফিউ পরিস্থিতিতে কর্মহীন মানুষগুলোর কষ্ট লাঘবে এই উদ্যোগ।
বিডি প্রতিদিন/এএ