মেহেরপুরের গাংনীতে হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বামন্দী-নিশিপুর এলাকা থেকে তাকে উদ্ধার করে। তবে তার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
বামন্দী-নিশিপুর ১নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহা আলম ইসলাম জানান, স্থানীয় কৃষকেরা মাঠে কাজ করতে যাওয়ার সময় বিশ্বাসের আম বাগানে হাত-পা বাঁধা অবস্থায় দেখতে পাই। পরে পুলিশকে খবর দিলে, বামন্দী ক্যাম্প পুলিশের সদস্য উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাসুদুর রহমান জানান, চেতনা নাশক দিয়ে অজ্ঞান করে তাকে ফেলে রাখা হয়েছিলো। তাকে ২৪ ঘণ্টা অবজারভেশনে রাখা হয়েছে। তার জ্ঞান না ফেরা পর্যন্ত কিছু বলা যাবে না।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই অজ্ঞাত ব্যক্তির জ্ঞান ফিরলে বিস্তারিত জানা যাবে।
বিডি প্রতিদিন/এএ