মেহেরপুরের গাংনী উপজেলায় শ্যালো ইঞ্জিন চালিত গরু বহনের একটি যানের ধাক্কায় এক মানসিক প্রতিবন্ধী নারী নিহত হয়েছেন।
শনিবার (২৭ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার চোখতোলা নামক স্থানে রাস্তা পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম বুড়ি খাতুন (৫৫)। তিনি গাংনী উপজেলার কাষ্টদহ গ্রামের মোতালেব হোসেনের মেয়ে।
স্থানীয়রা জানান, বুড়ি খাতুন ঘটনার সময় মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় বামন্দী থেকে গাংনীগামী একটি শ্যালো ইঞ্জিন চালিত গরু বহনের যান তাকে ধাক্কা দেয়। এতে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা ওই যানটি আটক করলেও চালক পালিয়ে যায়।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। যানটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। ওই যানের চালককে আটকের চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন