শীতের সকালে প্রকৃতির কোলে জয়া আহসান। অভিনেত্রী মন দিয়েছেন চাষাবাদে। বাড়ির বাগানে সময় দিচ্ছেন। শীতের সবজি তুলছেন মন দিয়ে। সম্প্রতি সমাজমাধ্যমে অনুরাগীদের জন্য তারই ঝলক তুলে ধরলেন অভিনেত্রী। সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন জয়া। সেখানে দেখা যাচ্ছে- ফুলকপি, ধনেপাতা, বেগুনসহ আরও শীতের সবজি হাতে তুলছেন জয়া। সঙ্গে রয়েছে বেশকিছু পোষ্য। ভিডিওর ক্যাপশনে জয়া লিখেছেন- ‘প্রকৃতির কোলে রোদ এবং ধুলোমাখা হাত। বাগান করার জীবনটাই সেরা।’
বাংলাদেশে এখন অস্থির সময়। কিন্তু তার মাঝেই নিজের মতো করে মন ভালো রাখার সুযোগ খুঁজে নিয়েছেন জয়া। তিনি বলেন, তাঁর পরিবারেরই বাগানে শীতের সবজি চাষ করা হচ্ছে। জয়া বললেন, ‘আমি প্রকৃতিপ্রেমী মানুষ। সেটা গাছপালা হোক বা ছাদবাগান, সময় দিতে ভালো লাগে।’