প্রায় পাঁচ মাস পর ঢাকা থেকে ভারতের নিউ জলপাইগুড়িতে ফিরেছে মিতালী এক্সপ্রেস ট্রেনটি। আন্তদেশীয় এক্সপ্রেস ট্রেনটি ভারতের নিউ জলপাইগুড়ি থেকে ঢাকা ক্যান্টনমেন্ট পর্যন্ত চলাচল করত। পশ্চিমাঞ্চল রেলওয়ে সূত্রে জানা যায়, গতকাল সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নীলফামারীর চিলাহাটি দিয়ে ভারতের হলদিবাড়ি প্রবেশ করে ট্রেনটি।
উল্লেখ্য, ১৩১৩২/৩১ নম্বর মিতালী ট্রেনটি যাত্রী নিয়ে ১৭ জুলাই ভারতের নিউ জলপাইগুড়ি থেকে ঢাকায় রওনা দিয়েছিল। বরাবরের মতো ট্রেনটি ভারতের হলদিবাড়ি বর্ডার দিয়ে বাংলাদেশের চিলাহাটি হয়ে ঢাকায় প্রবেশ করে। কিন্তু হাসিনা সরকারের বিরুদ্ধে জুলাই আন্দোলনের কারণে ঢাকায় আটকে যায় ট্রেনটি।
চিলাহাটি স্টেশনের স্টেশন মাস্টার হায়দার আলী বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের কারণে মিতালী এক্সপ্রেস ট্রেনটি ঢাকায় আটকে ছিল। আজ (গতকাল) সকালে খালি বগিগুলো বাংলাদেশ রেলওয়ে হলদিবাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। এ সময় ৪টি এসি বার্থ, ৪টি এসি চেয়ারকার ও ব্রেক ভ্যানসহ দুটি পাওয়ার কার ভারতকে বুঝিয়ে দেওয়া হয়।’
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের জেরে ঢাকায় আটকে পড়েছিল ভারত-বাংলাদেশের মধ্যে চলাচলকারী ‘মিতালী এক্সপ্রেস’ ট্রেনটি। দুই দেশের মধ্যে এই ট্রেনের পরিষেবা আবার কবে চালু হবে, তা নিশ্চিত হওয়া যায়নি। ১৯৬৫ সালের পর ২০২২ সালের ১ জুন হলদিবাড়ি-চিলাহাটি রুটে ভারত-বাংলাদেশের মধ্যে মিতালী এক্সপ্রেসের যাত্রা শুরু হয়েছিল। ৫৭ বছর পর ফের চালু হওয়া মিতালী এক্সপ্রেসটি সাময়িকভাবে বন্ধ হলো। ১৯৬৫ থেকে ২০২২ সাল পর্যন্ত এটি বাংলাদেশ-ভারত সীমান্তের একটি বিলুপ্ত রেলওয়ের ট্রানজিট পয়েন্ট ছিল।