ঝিনাইদহের শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসেন মোল্লাকে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ করা করা হয়েছিল। এ ঘটনায় চার অপহরণকারীকে আটক করেছে পুলিশ।
রবিবার (১৩ জুলাই) ভোররাতের দিকে ফরিদপুরের ভাঙ্গা এলাকা ওই আওয়ামী লীগ নেতাকে উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন শৈলকুপা থানার ওসি মাসুম খাঁন।
তিনি বলেন, শনিবার রাতে আওয়ামী লীগ নেতা শামীম মোল্লাকে তার সিএনজি পাম্প থেকে ডিবি পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যাওয়া হয়। পরে তার পিতার কাছে মোটা অংকের টাকা দাবি করে তারা।
তিনি আরো বলেন, বিষয়টি জানার পর জেলা পুলিশের একাধিক টিম তাকে উদ্ধারের জন্য কাজ করে। পরে ফরিদপুরের ভাঙ্গা থেকে তাকে উদ্ধার করা হয়। ওই সময় চার অপহরণকারীকে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল