মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা রুপির আরও দর পতন হয়েছে। গত মঙ্গলবার মুদ্রাটি ইতিহাসের সর্বনিম্ন অবস্থানে নেমে আসে। এদিন ভারতীয় মুদ্রার দর কমে প্রতি ডলার হয় ৮৪.৮৫ রুপি। একই সঙ্গে ১০ বছরের সরকারি বন্ডের ফলন (বন্ডে বিনিয়োগ থেকে প্রাপ্ত আয়ের হার) ২ বেসিস পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ৬৯৫৪ শতাংশে। সূত্র : রয়টার্স।
খবরে বলা হয়, এর আগে ৪ ডিসেম্বর ডলারের বিপরীতে ভারতীয় রুপির দর ৮৪ দশমিক ৭৫-এ নেমেছিল। এবার সেটিকে ছাড়িয়ে ৮৪.৮৫ রুপির বিপরীতে মিলছে এক ডলার। ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর হিসেবে সঞ্জয় মালহোত্রার নিয়োগের ঘোষণার পর সুদের হার কমানোর প্রত্যাশা বাড়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে ধারণা পাওয়া গেছে। মালহোত্রা ১১ ডিসেম্বর থেকে দায়িত্ব গ্রহণ করেছেন। বিদায়ি গভর্নর শক্তিকান্ত দাসের ছয় বছরের মেয়াদ আগের দিন শেষ হয়।