এসএসসি পরীক্ষায় ফেল এবং আশানুরূপ ফল না পাওয়ায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় তিন শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করেছে। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় এই ঘটনা ঘটে।
আত্মহত্যার চেষ্টাকারী শিক্ষার্থীরা হলেন—উপজেলার হাতীবান্ধা এস এস সরকারি উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখার শিক্ষার্থী ও সিন্দুর্ণা ইউনিয়নের চাম্পাফুল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে জুয়েল ইসলাম, নওদাবাস কালিমোহন তফশিল উচ্চ বিদ্যালয় ও টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুরি এলাকার অনন্ত বর্মনের মেয়ে অর্পিতা রায় ও হাতীবান্ধা আদর্শ উচ্চ বিদ্যালয়ের রিপা খাতুন। তাদের হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করে। ফলাফলে দুই শিক্ষার্থী ফেল করে এবং একজন কম নম্বর পাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়ে। পরে তারা গলায় ফাঁস ও বিষপানে আত্মহত্যার চেষ্টা করে।
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ারুল হক বলেন, বিষপানে আত্মহত্যার চেষ্টা করা রোগীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে রেফার্ড করা হয়েছে। আর অন্য দুইজনকে হাতীবান্ধা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাতিবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুন্নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খবর পেয়ে ওইসব শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। তারা এখন চিকিৎসাধীন রয়েছেন। পরীক্ষায় ফেল করে ও নম্বর কম পেয়ে তারা আত্মহত্যা চেষ্টা করেন।
বিডি প্রতিদিন/নাজিম