খাগড়াছড়িতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার সকালে আওয়ামী লীগের জেলা কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন শেষে মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া প্রার্থনা শেষ করে কেক কাটার মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি অংসা মারমার সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে. এম. ইসমাইল হোসেন, জেলা আওয়ামী জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক মো. আলী আক্কাছসহ আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন