গাজীপুরের কালিয়াকৈরে পৌর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শনিবার দুপুরে চন্দ্রা পৌর আওয়ামী লীগের কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোবারক হোসেন মোড়ল। দোয়া মাহফিল অনুষ্ঠানে সঞ্চালনা করেন পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক স্বপন সরকার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির। এ সময় আরো বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/এএ