দিনাজপুরে অভিনব কায়দায় মটরসাইকেলের সিটের নিচে ও ট্যাংকির ভিতরে লুকিয়ে ফেনসিডিল সরবরাহকালে মাদক কারবারিকে গ্রেফতার করেছে দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শনিবার দুপুর থেকে দিনাজপুর সদরের মোহনপুর সেতুতে সন্দেহজনক মটরসাইকেল থামিয়ে তল্লাশি চালিয়ে ৭৬ বোতল ফেনসিডিলসহ মোটরসাইকেল জব্দ এবং আটক করা হয় মোটরসাইকেলের চালক উজ্জ্বল হোসেনকে। আটক মাদক কারবারি উজ্জ্বল হোসেন দিনাজপুরের বিরল উপজেলার আব্দুল জব্বারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুরের (ডিএনসি) উপ-পরিচালক মো. শহিদুল মান্নাফ কবীর জানান, আটক মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম