নানা আয়োজনে পিরোজপুরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার সকাল ৯টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ৯টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ.কে.এম.এ আউয়াল, সাধারণ সম্পাদক এডভোকেট কানাইলাল বিশ্বাস, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম মন্টু সিকদার, পৌর আওয়ামী লীগের সভাপতি সাদউল্লাহ লিটন, জেলা আওয়ামী স্বেচ্চাসেবক লীগের সাবেক আহবায়ক শফিউল হক মিঠু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাসান আম্মান, জেলা আওয়ামী স্বেচ্চাসেবক লীগের সাধারণ সম্পাদক সমুন সিকদার, সহ-সভাপতি মিনাল কান্তিসহ জেলা স্বেচ্ছাসেবকলীগ, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ ও পৌর স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এএ