দেশের মৎস্য সম্পদ উন্নয়ন ও সংরক্ষণে জনগণকে অধিকতর সচেতন ও সম্পৃক্ত করার লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও সপ্তাহব্যাপী ‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪’ এর উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার বেলা ১১টায় নেত্রকোনো জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে সদর উপজেলা পরিষদ চত্বরে প্রবেশ করে। পরে উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্তকরণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ।
এরপর উপজেলা পরিষদের হলরুমে ‘ভরবো মাছে, মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভায় জেলা মৎস্য অফিসার মোহাম্মদ শাহজাহান কবীরের প্রতিবেদন উপস্থাপনের ওপর বক্তারা আলোচনা করেন। আলোচনায় জেলাকে মৎস্যখাতে আরও কিভাবে উন্নত জেলা করা যায়, সে নিয়ে বক্তব্য রাখেন জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা জনপ্রতিনিধি ও মৎস্য অধিদপ্তর।
বিডি প্রতিদিন/এমআই