শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ পাবে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৭৯তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তে বলা হয়, ২০২১ অথবা ২০২২ সালে অনুষ্ঠিত এস.এস.সি (সাধারণ ও কারিগরি) দাখিল বা সমমান এবং ২০২৩ অথবা ২০২৪ সালে অনুষ্ঠিত এইচ.এস.সি (সাধারণ ও কারিগরি) আলিম, ডিপ্লোমা-ইন-কমার্স অথবা সমমান পরীক্ষাতে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যাদের ফলাফল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করবে কেবল তারাই ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষ ১ম সেমিস্টার এ ভর্তির জন্য আবেদন করতে পারবে।
এছাড়া ডিপ্লোমা-ইন- ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের ২০১৯ অথবা ২০২০ সালে অনুষ্ঠিত এস.এস.সি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ভর্তি পরীক্ষা ইউনিটভিত্তিক অনুষ্ঠিত হবে।
একাডেমিক কাউন্সিল সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ সেশন থেকে এককভাবে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা নেবে শাবিপ্রবি। এতে আগামী ৫ জানুয়ারি ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে। চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। এরপর ২২ ফেব্রুয়ারি সকাল ও বিকেল দুবেলা বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিট এবং মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলেও জানান তারা।
বিডি প্রতিদিন/হিমেল