'বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ' এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে নানা আয়োজনে সপ্তাহব্যাপী জেলা বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ১৪ দলের সমন্নয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি।
অতিরিক্ত জেলা প্রশাসক মো: রুহুল আমিন এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সফিকুল ইসলাম।
জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে আয়োজিত এ বৃক্ষ মেলা চলবে আগামী ৬ আগস্ট পর্যন্ত।
বিডি প্রতিদিন/এএ